যদিও SowdaBazar এর মূল সার্ভিস বিজ্ঞাপন দেয়া সম্পূর্ণ ফ্রি থাকছে, এছাড়াও আমরা ব্যবসায়ীদের সেবায় আরও কিছু প্রিমিয়াম সেবা দিচ্ছি যার মাধ্যমে আপনি নতুন গ্রাহকদের কাছে দ্রুত এবং সহজেই পৌঁছা্তে পারবেন । সবাইতো ফ্রী বিজ্ঞাপন দিচ্ছে আপনিও দিচ্ছেন, ছোট ছোট প্রিমিয়াম প্যাকেজ নিয়ে আপনিও আপনার ফ্রী বিজ্ঞাপনকে অন্য সকল বিজ্ঞাপন থেকে আলাদা করে ফেলতে পারেন।
আপননি আপনার পণ্যের বিজ্ঞাপনকে সবার নজরে বেশি বেশি আনার জন্য বিজ্ঞাপনটিকে TopAd ও BumpUp করতে পারেন।
টপ এ্যাড কি?
আপনার পণ্যের বিজ্ঞাপন গুলোর মধ্যে যে বিজ্ঞাপনকে টপ এ্যাড বানাবেন সেটি সব সময় টপে রাখতে পারবেন, টপ এ্যাড প্যাকেজটি ব্যবহার করে। যত দিনের জন্যে আপনি টপ এ্যাড করবেন ততদিন আপনার বিজ্ঞাপনটি টপে থাকবে।
বিস্তারিত জানুনঃ
যে বিজ্ঞাপনকে টপ অ্যাড করবেন তা SowdaBazar পেইজের উপরের দিকে থাকবে, টপ অ্যাডের জন্য পেজের উপরে ২টি স্থান বরাদ্ধ রয়েছে । আপনি আপনার বিজ্ঞাপনে TopAd প্রমোশন প্রয়োগ করার মাধ্যমে আপনার বিজ্ঞাপনটি TopAd স্থানে প্রদর্শিত হওয়ার সুযোগ পাবে – যা আপনার বিজ্ঞাপনকে অন্যের বিজ্ঞাপনের থেকে আলাদা করবে এবং বেশি ভিউ পেতে সাহায্য করবে…!!
TopAd গুলো বড়, গোলাপি রঙে হাইলাইট করা এবং পরিস্কারভাবে TopAd হিসেবে চিহ্নিত থাকে যার ফলে অন্যান্য বিজ্ঞাপনের মধ্যে আলাদাভাবে দেখা যায় এবং ভিউ ১০ গুণ বা তারও বেশী বেড়ে যায়।
প্রতিটি TopAd কেই TopAd স্থানে প্রদর্শিত হওয়ার সমান সুযোগ দেওয়া হয়। অর্থাৎ, প্রমোশন চলাকালীন সময়ে প্রতিদিন প্রতিটি TopAd করা বিজ্ঞাপন হাজারো বার ভিউ হবে।TopAd স্লটে প্রদর্শিত হওয়া ছাড়াও আপনার বিজ্ঞাপনটি নিয়মিত বিজ্ঞাপন হিসেবেও দেখা যাবে।
বাম্প আপ কি?
আপনার পণ্যের বিজ্ঞাপন গুলোর মধ্যে যে বিজ্ঞাপনকে BumpUp এ্যাড বানাবেন সেটি ২৪ ঘণ্টা পর পর লাফ দিয়ে প্রথম পেজে উপরের দিকে উঠে আসবে, যত দিনের জন্যে আপনি বাম্পআপ এ্যাড প্যাকেজটি নিবেন ততদিন আপনার বিজ্ঞাপনটি এইভাবে উপরের দিকে উঠে আসবে।
- BumpUp করা বিজ্ঞাপনগুলো প্রতিদিন একবার নিয়মিত বিজ্ঞাপন লিস্টিং পেইজের অর্থাৎ প্রথম পেজের একেবারে উপরে প্রদর্শিত হয় এবং নতুন পোস্ট হওয়া বিজ্ঞাপনের মত নিচের দিকে চলে আসে।
- এই প্রক্রিয়াটি প্রমোশন চলাকালীন সময়ে প্রতিদিন পুনরাবৃত্তি হবে।
- নিয়মিত বিজ্ঞাপনের তুলনায় ২০ গুণ বেশি ভিউ পান! মনে রাখবেন ভিউ যত বেশী হবে বিক্রি হবার সম্ভাবনা ততো বেড়ে যাবে।
বিজ্ঞাপন প্রচার ও প্রসার প্যাকেজের মূল্য তালিকা
প্যাকেজের নাম | মেয়াদ | নির্ধারিত মূল্য | ডিস্কাউন্ট | পরিশধিত মুল্য |
টপ এ্যাড | ৭ দিন | ১৫০ | ০% | ১৫০ |
টপ এ্যাড | ১৫ দিন | ৩০০ | ১০% | ২৭০ |
বাম্প আপ | ৭ দিন | ৭০ | ০% | ৭০ |
বাম্প আপ | ১৫ দিন | ১৫০ | ৫% | ১৪০ |