বর্তমান অবস্থা ও আমাদের চিন্তাঃ
প্রিয় রাজশাহীবাসি, বর্তমানে অনলাইনে অনেক ব্যবসায়ী, নতুন নতুন দুই দিনের অনলাইন ব্যবসায়ীদেরর ভিড়ে প্রকৃত ব্যবসায়ীরা যেমন পিছিয়ে পড়ছে্ন তেমনই আবার ক্রেতারাও প্রতারীত হচ্ছেন। এই অবস্থা থেকে উত্তলনের জন্য এক ব্যাতিক্রমী আইডিয়া নিয়ে প্রকৃত ব্যবসায়ীদের পাশে থাকছে SowdaBazar.com
আমাদের মূল লক্ষ্যঃ
সওদা বাজার একটি অনলাইন বাজার যেখানে শুধুমাত্র প্রকৃত ব্যবসায়ীরাই তাদের পণ্যের বিজ্ঞাপন দিতে পারেন এবং ক্রেতারা সহজে তাদের প্রয়োজনীয় পণ্যের তথ্য পাবেন এবং সরাসরি প্রকৃত ব্যবসায়ীকে খুজে পাবেন।
আমরা কিভাবে সেবা দেয়ঃ
SowdaBazar.com এর নিজস্ব কোন পণ্য নেই এবং কারও পণ্যের সরাসরি বিক্রয় করে না । এটি শুধুমাত্র ক্রেতা ও প্রকৃত বিক্রেতার মাঝে সেতু বন্ধন হিসাবে কাজ করে। প্রকৃত ব্যবসায়ীরা এখানে তাদের পণ্যের ফ্রি বিজ্ঞাপন দিবেন ও বিভিন্ন প্রিমিয়াম প্যাকেজ নিয়ে প্রতিষ্ঠানের ব্রান্ডিং করতে পারবেন এবং ক্রেতারা সেই বিজ্ঞাপন দেখে ব্যাবসায়ীদের সাথে ফোনে অথবা সরাসরি তাদের প্রতিষ্ঠানে যাবেন এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ করবেন।
বিজ্ঞাপন দিতে পারবেন কারাঃ
প্রকৃত ব্যবসায়ী যাদের ফিজিক্যালি নিজস্ব দোকান বা প্রতিষ্ঠান আছে শুধুমাত্র সেইসকল ব্যবসায়ীরাই SowdaBazar পেজে তাদের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পারবেন।
বিজ্ঞাপন দিতে পারবে না কারাঃ
পুরাতন পণ্য বা যাদের ফিজিক্যালি কোন দোকান বা প্রতিষ্ঠান নাই তারা এই পেজে কোন প্রকার ফ্রী বা প্রিমিয়াম বিজ্ঞাপন দিতে পারবেন না।
আমাদের ভেরিফিকেশন প্রক্রিয়াঃ
শুধুমাত্র প্রকৃত ব্যবসায়ীরাই ফ্রি বিজ্ঞাপন দিতে পারেন এটি ভেরিফিকেশনের জন্যে বিজ্ঞাপন দেয়ার সময় আপনাকে ট্রেডলাইসেন্সের ছবি দিতে হবে । এটি মাত্র একবার দিতে হবে আপনার একাউন্ট ভেরিফিকেশনের জন্যে এবং এই ছবি পেজ ভিজিটর দেখতে পাবে না।
বিজ্ঞাপন দিন ফ্রিতে এবং সওদা করুন নিরাপদে এই মূল মন্ত্রে কাজ করছে SowdaBazar.com