শর্তাবলী এবং নীতিমালা

sowdabazar.com সরাসরি কোন পণ্য বিক্রয় করে না, এটি একটি বিজ্ঞাপন দেয়ার সাইট, এখানে ফ্রি একাউন্ট খুলে ফ্রি বিজ্ঞাপন দেয়া যায় তবে ফ্রি বিজ্ঞাপন দেয়ার পাশাপাশি ব্র্যান্ড প্রমোশনের সুবিধার জন্যে বিভিন্ন প্রিমিয়াম প্যাকেজও রয়েছে।  অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহার করার পূর্বে শর্তাবলী সম্পর্কে ভালো ভাবে জেনে নিন।

সাধারণ শর্তাবলী

sowdabazar.com – এ বিজ্ঞাপন দেয়ার জন্য বিষয়বস্তু, লেখা, ছবি, গ্রাফিক্স এবং ভিডিও (“বিষয়বস্তু”) আপলোড করার সময় প্রযোজ্য সকল আইনকানুন মেনে চলার দায়িত্ব বর্তায় বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীদের উপর। এসকল বিষয়বস্তু বেআইনি হলে এবং এতে অসত্য তথ্য থাকলে sowdabazar.com দায়বদ্ধ নয়।

বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ নিশ্চয়তা প্রদান করেন যে, বিজ্ঞাপনের বিষয়বস্তু কোনো স্বত্বাধিকার, মেধা সম্পত্তির অধিকার এবং কোনো ব্যক্তি বা সত্তার অন্য কোনো অধিকার লঙ্ঘন করে না। বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ এই মর্মে আরো সম্মতি প্রদান করেন যে, এই সার্ভিস গ্রহণের কারনে উদ্ভূত সকল বাধ্যবাধকতা, দায়- দায়িত্ব এবং দাবি থেকে Sowdabazar.com সম্পূর্ণভাবে মুক্ত।

বিজ্ঞাপনদাতারা সম্মতি প্রদান করেন যে, তাদের প্রদানকৃত বিষয়বস্তু Sowdabazar.com -এর শর্তাবলী মেনে Sowdabazar.com-এর অংশীদার সাইটসমূহে উপস্থাপন করা যেতে পারে।

স্বত্বাধিকার

বর্তমানে পরিচিত বা ভবিষ্যতে আবিষ্কার হতে পারে এমন কোনোভাবে, মাধ্যমে বা প্রযুক্তিতে এসকল বিষয়বস্তু ব্যবহার করা, নকল করা, পরিবর্তন সাধন করা, খাপ খাওয়ানো, প্রকাশ করা, অনুবাদ করা, ব্যুৎপত্তিমূলক কাজ তৈরি করা এবং সেগুলো অন্তর্ভুক্ত ও বিতরণ করার ক্ষেত্রে বিজ্ঞাপনদাতাগণ Sowdabazar.com কে চিরস্থায়ীভাবে, শুল্কমুক্ত, অপরিবর্তনীয়, একচেটিয়া নয় এমন অধিকার এবং লাইসেন্স অনুমোদন করেন।

Sowdabazar.com – এর অন্তর্ভুক্ত উপাদান (এর বিষয়বস্তু, এবং অন্য কোনো সামগ্রী, সফটওয়্যার বা সার্ভিস সমূহ) এর সাবসিডিয়ারি, অ্যাফিলিয়েট ইত্যাদি এর নিজস্ব সম্পত্তি। ওয়েব সাইটের যেকোনো ধরনের মেধাস্বত্ব অধিকার যেমন স্বত্বাধিকার, ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, ব্যবসায়িক নাম এবং পৃথককারী অন্যান্য ব্রান্ড Sowdabazar.com এর সম্পত্তি। উল্লেখ্য যে, Sowdabazar.com-এর লিখিত অনুমতি ছাড়া এই সাইটের কোন বিষয় নকল, পুনঃব্যবহার, পুনরায় প্রকাশ, ইন্সটল, পোস্ট, স্থানান্তর, সংরক্ষণ কিংবা আদান-প্রদান করা যাবে না।

জলছাপ

Sowdabazar.com – এর সকল ছবি জলছাপযুক্ত করা থাকে যাতে, বিজ্ঞাপনদাতার অনুমতি ছাড়া অন্যকোন উদ্দ্যেশে ছবিগুলোর ব্যবহার করা না যায়।

নিরাপত্তা এবং ছবি

বিজ্ঞাপন প্রকাশ করার সময় Sowdabazar.com বিষয়বস্তুর শিরোনাম পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। এছাড়াও অপ্রাসঙ্গিক বা Sowdabazar.com- এর নিয়ম লঙ্ঘন করে এইরূপ ছবি বা চিত্র প্রকাশ না করার অধিকার সংরক্ষণ করে।

ব্যক্তিগত

Sowdabazar.com সবসময় যথাযথ কর্তৃপক্ষকে সহযোগিতা করার অধিকার সংরক্ষণ করে যদি কোনো বিজ্ঞাপন বা বিষয়বস্তু প্রচলিত আইন লঙ্ঘন করে। উদাহরণ স্বরূপ, কোনো আইএসপি (ISP) বা ট্রেডলাইসেন্স দ্বারা বিজ্ঞাপণদাতা, ব্যবহারকারী বা ক্রেতার পরিচয় সনাক্ত করা হতে পারে। এছাড়াও, শর্তাবলী প্রতিপালন নিশ্চিত করার জন্য আইপি ঠিকানা (IP address) ও নিবন্ধন করা হতে পারে।

গোপনীয়তা

Sowdabazar.com ব্যবহারকারী এবং বিজ্ঞাপনদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। এটি Sowdabazar.com ব্যবহার করার একটি শর্ত যে, প্রত্যেক ব্যবহারকারী এবং বিজ্ঞাপনদাতা, Sowdabazar.com কে তথ্য সংগ্রহ এবং ব্যবহারের অনুমতি প্রদান ও অনুমোদন করে। Sowdabazar.com সংগৃহীত তথ্য এর অ্যাফিলিয়েট কোম্পানী এবং অন্য যেকোনো ব্যক্তির সাথে Sowdabazar.com পরিচালনার, তাতে সহায়তা করার এবং ব্যবস্থাপনা করার উদ্দেশ্যে, এবং Sowdabazar.com -এর উন্নয়নের, যেমন গবেষণা, বিপণন, পণ্য উন্নয়ন ও পরিকল্পনা, কাজে ব্যবহার করতে পারে।

কুকিজ

এই সাইট “কুকি” ব্যবহার করে। এর মানে হল যে, এই সাইটের সমস্ত বৈশিষ্ট্য ভালোভাবে কাজ করার জন্য আপনার কম্পিউটারে কুকি সক্রিয় থাকতে হবে। কুকি হলো একটি ছোট ডাটা ফাইল যা আপনার হার্ড ড্রাইভে সক্রিয় থাকে যখন আপনি কোন ওয়েব সাইট ব্যবহার করেন। কুকি ফাইলগুলো কিছু নির্দিষ্ট তথ্য সংরক্ষণ করে থাকে, যেমন ব্যবহারকারীর আইডি হিসেবে একটি অনির্দিষ্ট সংখ্যা (random number user ID) যা ওয়েবসাইট কর্তৃক কোন পরিদর্শকের জন্য নির্ধারণ করা হয় যাতে ঐ পাতার তথ্য সম্পর্কে জানা যায়। একটি কুকি আপনার হার্ড ডিস্কের বাইরের তথ্য পড়তে বা অন্যান্য সাইটের তৈরি করা কুকি ফাইল পড়তে পারে না। কোনো ব্যবহারকারীর পরিচয় খুঁজে বের করতে কুকিজ নিজে ব্যবহৃত হতে পারে না।

ব্যবহারকারীদের ইমেল ঠিকানা

বিজ্ঞাপন পোস্ট করার জন্যে ব্যবহারকারীদের একটি কার্যকর ইমেইল ঠিকানা জমা দিতে হয়। ব্যবহারকারীর ইমেইল ঠিকানা প্রকাশ্যে প্রদর্শন করা হবে না এবং অন্যান্য ব্যবহারকারীগণ Sowdabazar.com- এর মাধ্যমে ঐ ব্যবহারকারীর নিকট ইমেইল পাঠাতে পারবেন।

ব্যবহারকারীদের ট্রেডলাইসেন্স বা অন্য ডকুমেন্টঃ

Sowdabazar.com এ একাউন্ট খোলার সময় ব্যবসায়ীদের তার ব্যবসার ট্রেডলাইসেন্স এর ছবি জমা দিতে হয়, এবং অন্যান্য সার্ভিসের বিজ্ঞাপন দিতে NID এর ছবি দিতে হয় এছাড়াও জমি বা বাড়ি বিক্রির বিজ্ঞাপনের ক্ষেত্রে খতিয়ানের ছবি নেয়া হয়। এই সকল ডকোমেন্ট বিজ্ঞাপনের ও একাউন্টের ভেরিফিকেশনের জন্যে নেয়া হয়।

সাইটের প্রাপ্যতা

Sowdabazar.com ওয়েবসাইটে একটানা বা নিরাপদ প্রবেশের নিশ্চয়তা প্রদান করে না। ওয়েবসাইটটি প্রদান করা হয় “যেমন আছে” এবং যেমন ও যখন লভ্য সে হিসেবে।

তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিংক

Sowdabazar.com- এ অন্য বা তৃতীয় পক্ষের ওয়েবসাইট এর লিংক বা রেফারেন্স উল্লেখ থাকতে পারে। তৃতীয় পক্ষের ওয়েবসাইটের কোনো বিষয়বস্তুর জন্য Sowdabazar.com কোণ ভাবেই দায়ী থাকবে না। তৃতীয় পক্ষের ওয়েবসাইটের উপর তদন্ত করা বা নজর রাখা হয় না। যেই মুহূর্তে ব্যবহারকারী Sowdabazar.com ছেড়ে তৃতীয় পক্ষের সাইটে প্রবেশ করেন সেই মুহূর্ত থেকে ব্যবহারকারী তাঁর নিজ ঝুঁকিতে সেখানে অবস্থান করেন।

পরিশোধিত বিষয়বস্তু

Sowdabazar.com –এ ব্যবসায়ীরা তাদের পণ্যের ফ্রি বিজ্ঞাপন দিয়ে থাকে তবে এর কিছু কিছু বিষয়বস্তু ও পরিষেবার জন্য পেমেন্ট প্রয়োজন হয়, যার মধ্যে রয়েছে প্রিমিয়াম মেম্বারশিপ প্যাকেজ, ব্যানার বিজ্ঞাপন ও পোস্টার বিজ্ঞাপন। এছাড়াও সাইট নতুন নতুন প্রিমিয়াম প্যাকেজ বানানোর ক্ষমতা রাখে।  

মেম্বারশিপ

মেম্বারশিপ প্যাকেজের অংশ হিসেবে, Sowdabazar.com ব্যবহারকারীর পক্ষ হতে একটি শপ বা পেজ তৈরি করবে।   শপ বা পেজ হলো Sowdabazar.com -এ একটি নিবেদিত ওয়েবপেজ, যা ব্যবহারকারী কর্তৃক প্রদত্ত বিষয়বস্তুর মাধ্যমে Sowdabazar.com রক্ষণাবেক্ষণ করে থাকে। ব্যবহারকারী কর্তৃক শপে যোগ করা যেকোনো বিষয়বস্তুর বা বিজ্ঞাপনের  উপর Sowdabazar.com-এর অধিকার রয়েছে এবং যদি তা এই বিধি ও শর্তাবলীকে যেকোনো ভাবে লঙ্ঘন করে তাহলে তা সরিয়ে ফেলার বা প্রকাশ না করার অধিকার রয়েছে সাইটের রয়েছে।

বিক্রেতা কর্তৃক প্রদত্ত বিজ্ঞাপন বিবরণীর সত্যতা, পণ্যের স্টক এর পর্যাপ্ততা, বিক্রেতা কর্তৃক পণ্য ফেরত নেওয়া এবং রিফান্ড পলিসি – ইত্যাদির কোনোরূপ গ্যারান্টি Sowdabazar.com দেয় না। বিক্রেতার অসন্তোষজনক কার্যক্রম বা দীর্ঘায়িত ডেলিভারি, পণ্য হারিয়ে যাওয়া, বিক্রেতার পক্ষ থেকে অপব্যবহার বা স্টক না থাকা বা পণ্যের কোনো ক্ষতি সাধিত হলে Sowdabazar.com এক্ষেত্রে কোনো দায়ভার বহন করবে না। 

কোনো ব্যবহারকারী উক্ত শর্তাবলী ভঙ্গ করলে বা যথাযথ পালন করতে না পারলে Sowdabazar.com উক্ত ব্যবহারকারীর Sowdabazar.com এ প্রবেশ কিংবা মেম্বারশিপ বাতিল বা সীমিত করে দেওয়ার অধিকার সংরক্ষণ করে। Sowdabazar.com ব্যবহারের জন্য এবং নিম্নোক্ত কারনে অথবা অন্য যেকোনো কারনে উদ্ভূত যেকোনো ধরনের ক্ষতি, দাবি এবং দায়ের বিষয়ে Sowdabazar.com কখনও কোনো দায় বহন করে না এবং দায় মুক্ত থাকে – (১)Sowdabazar.com বা এর বিষয়বস্তুতে যেকোনো ধরনের ত্রুটির জন্য, যার মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু সীমাবদ্ধ নয়, কারিগরি বা টাইপোগ্রাফিক্যাল ত্রুটি; (২)Sowdabazar.com -এ প্রদত্ত লিংকের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেকোনো তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা তার বিষয়বস্তুতে প্রবেশ করলে; (৩)Sowdabazar.com – এর অপ্রাপ্যতার; (৪) আপনি Sowdabazar.com – এবং তার বিষয়বস্তু ব্যবহার করলে অথবা, (৫)Sowdabazar.com – এর সাথে সম্পৃক্ত যেকোনো যন্ত্রপাতি বা সফটওয়্যার ব্যবহার করলে।  

ব্র্যান্ড এডভার্টাইসিং

Sowdabazar.com এর ফ্রি বিজ্ঞাপনের পাশাপাশি কিছু প্রিমিয়াম ব্র্যান্ড এডভার্টাইসিং প্যাকেজ রয়েছে যেমনঃ টপ ব্যানার, ফুটার ব্যানার, ফেস্টুন, পোস্টার ইত্যাদি যেগুলো লোকাল পেপারে বিজ্ঞাপন দেয়ার মত ওয়েবসাইটের নিদ্ধারিত স্থানে কাস্টমার দিতে পারেন। সে ক্ষেত্রে কাস্টমারকে অবশ্যয় নিদ্ধারিত চার্জ (প্যাকেজ মূল্য) পরিশোধ করতে হবে। আলোচনা সাপেক্ষে বিভিন্ন সময়ের জন্যে কাস্টমারগন এই নিদ্ধারিত স্থানে তাদের বিজ্ঞাপন স্থাপন করতে পারবেন। সওদাবাজার চাইলে ওয়েব সাইটের এই সকল নিদ্ধারিত স্থান গুলো একই সাথে একাধিক কাস্টমারের কাছে বিভিন্ন সময়ের জন্যে সেল করতে পারবে এবং প্রয়োজনে ওয়েবসাইটে আরো নিদ্ধারিত স্থান তৈরী করতে পারবে।

অস্বীকৃতি

Sowdabazar.com কোন ভাবেই এ সকল বিষয়বস্তুর জন্য দায়ী নয়, যদি Sowdabazar.com বা এর কোনো বিষয় বস্তুতে বা তথ্যে কোনো অনাকাঙ্খিত ত্রুটি, (ক) শুধু মাত্র কারিগরি ত্রুটি ছাড়াও অন্যান্য ত্রুটি যেমন ভুল বানান, ত্রুটিপূর্ন উপস্থাপন, ভুল রঙ ইত্যাদি, (খ)Sowdabazar.com এর কোন লিংকের মাধ্যমে প্রাপ্ত তৃতীয় পক্ষের কোনো তথ্য, ছবি,  বিষয়বস্তু, (গ)Sowdabazar.com এর সাময়িক অপ্রাপ্যতা বা অনুপস্থিতি, (ঘ) আপনার মাধ্যমে ব্যবহৃত Sowdabazar.com এর অথবা আপনার কোনো তথ্য, ছবি, বিষয়বস্তু, (ঙ)Sowdabazar.com ব্যবহারের মাধ্যমে প্রাপ্ত যেকোনো ধরনের সরঞ্জাম, সেবা (অথবা সফটওয়্যার) ইত্যাদি। 

ক্ষতিপূরণ

বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ এই শর্তাদির কোনও শর্ত লঙ্ঘনের ফলে (অবহেলা বা ভুল কাজ সহ) অ্যাটর্নির ফি-সহ উদ্ভূত সবধরনের ক্ষয়ক্ষতি, ব্যয় থেকে Sowdabazar.com এবং এর কর্মকর্তা, পরিচালক, কর্মচারী এবং এজেন্টদেরকে ক্ষতিপূরণ করতে সম্মত হন।

পরিবর্তন

Sowdabazar.com এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। এই জাতীয় পরিবর্তন কার্যকরী হতে পারে Sowdabazar.com -এ প্রকাশিত হওয়ার পর থেকেই। এই জাতীয় পরিবর্তন পর্যালোচনা করার জন্য আপনি দায়বদ্ধ। Sowdabazar.com -এ আপনার ক্রমাগত প্রবেশ অথবা এর ব্যবহারের ফলাফল হিসেবে পরিবর্তিত শর্তাবলীতে আপনার সম্মতি রয়েছে বলে গণ্য হবে।

Sowdabazar.com – এর সকল ছবি জলছাপযুক্ত করা থাকে যাতে, বিজ্ঞাপনদাতার অনুমতি ছাড়া অন্যকোন উদ্দ্যেশে ছবিগুলোর ব্যবহার করা না যায়।

পরিচালনাকারী/নিয়ন্ত্রণকারী আইন

Sowdabazar.com বাংলাদেশের আইন ও বিধি মোতাবেক পরিচালিত হয়।

আমাদের সাথে যোগাযোগ করতে ইমেইল করুন

support@sowdabazar.com